বলিউডের সিনেমা বয়কটের আহ্বান

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হলে প্রথমেই খড়গ নেমে আসে বলিউডের ওপর। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

গতকাল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ হুসেন ভারতীয় চলচ্চিত্র বয়কটের আহ্বান জানিয়েছেন।

জঙ্গিঘাঁটি ধ্বংসের নামে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্থানের ভূখণ্ডে বিমান হামলা চালানোর ঘটনায় ভারতীয় সিনেমা বয়কটের আহ্বান জানিয়েছে দেশটি। পাশাপাশি ভারতীয় বিজ্ঞাপনের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। খবর দ্য ডনের। ফলে আপাতত ভারতীয় সিনেমার প্রযোজকরা পাকিস্তানে তাদের ছবি মুক্তি দিতে পারছেন না।

এ প্রসঙ্গে পাকিস্তানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ হুসেন বলেন, পাক ডিস্ট্রিবিউটররা ভারতীয় সিনেমাকে বয়কট করবেন। এ ছাড়া ভারতে তৈরি বিজ্ঞাপনের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ জওয়ানদের গাড়িতে আত্মঘাতী জঙ্গি মামলায় ৪৪ জনেরও বেশি জওয়ান প্রাণ হারান। ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তানী জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ। এ ঘটনার পরই পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা করে ভারত।

Scroll to Top