বলিউড ছবির গানে আসিফ

আসিফ ভক্তদের দিলেন দারুণ এক সুসংবাদ। খুব শিগগির গ্রীবস মিউজিক ‘হাঞ্চ’ নামের একটি বলিউড ছবিতে আসিফকে দিয়ে গান গাওয়াবে। যেটি আগামী জুলাইতে মুক্তি পাওয়ার কথা।

কণ্ঠশিল্পী আসিফকে বলা হয় বাংলা গানের যুবরাজ। ২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি দিয়ে তার গানের জগতে পথচলা শুরু। এরপর থেকে গত দেড় যুগে একবারের জন্যেও পেছনে ফিরে তাকাতে হয়নি আসিফকে।

এত বছর পর এখনও নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে টক্কর দিয়ে গান গেয়ে চলেছেন একের পর এক। কয়েক বছর ধরে আবার গানের পাশাপাশি নিজের এবং অন্য শিল্পীদের মিউজিক ভিডিওতে অভিনয়ও করেন।

তবে গায়ক আসিফের জনপ্রিয়তা শুধু এপার বাংলায় সীমাবদ্ধ নেই। ওপার বাংলায়ও রয়েছে তার গানের ভক্ত। বাংলাদেশে এসে সে কথাই জানালেন কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেল গ্রীবস মিউজিকের অন্যতম তিন সদস্য ফরিদ, শ্রী প্রীতম ও জাকির।

সম্প্রতি গ্রীবস মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে আসিফের নতুন গানের ভিডিও। ‘অভিনয়’ শিরোনামের এই গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শ্রী প্রীতম। আসিফের গাওয়া এই গানটি দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে গ্রীবস ইউটিউব চ্যানেলটি। সেটির কাজেই সোমবার বাংলোদেশে আসেন চ্যানেলটির তিন সদস্য। এরপর সন্ধ্যায় রাজধানীর একটি রেঁস্তোরায় আয়োজিত এক সংসাদ সম্মেলনে সুসংবাদটি দেন।

\"\"

গ্রীবস মিউজিকের ফরিদ বলেন, ‘আসিফের গান শুনে শুনে দুই বাংলার নতুন প্রজন্ম বেড়ে উঠেছে। তার গান দিয়ে বাংলাদেশে যাত্রা করতে যাচ্ছি আমরা। এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা আরও একটি ঘোষণা দিতে চাই। আসিফ ভাইকে এবার হিন্দি গানে দেখতে চাইছি আমরা। সেই ভাবনা থেকে আমাদের প্রযোজনায় নির্মিত ‘হাঞ্চ’ ছবির একটি গানে কণ্ঠ দেবেন আসিফ ভাই।’

শ্রী প্রিতম বলেন, ‘২০০১ সাল থেকে আসিফ ভাইয়ের গানের ভক্ত আমি। বহুবার বহু স্টেজ শো’তে তার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি গেয়েছি। বাংলা গানে যা করার অলরেডি তা করে দেখিয়েছেন আসিফ ভাই। এবার তাকে আরও বিস্তৃত করে দেখতে চাই। তাই খুব শিগগির তাকে নিয়ে হিন্দি ছবির একটি গান করতে যাচ্ছি। সবাই আমাদের পাশে থাকবেন, সাহায্য করবেন।’

অন্যদিকে আসিফ বলেন, ‘প্রীতমের সঙ্গে অনেক দিনের পরিচয়। তার সঙ্গে গান করেছি। আমাকে যখন বলিউড ছবিতে গাইতে বলে তখন একটু ভড়কে গিয়েছিলাম। পরে সম্মতি দেই। এর আগে রুনা লায়লা আপা বলিউডে গান করে মাতিয়েছেন। জেমস ভাই তো আধুনিক বলিউডে ঝড় তুলেছিলেন। দেখা যাক আমার বেলায় কি হয়।’

Scroll to Top