ঢাকাই সিনেমার কাণ্ডারি তিনি। দীর্ঘ এক যুগ ধরে তিনি ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন। যে কথা অকপটে স্বীকার করেন সবাই। পরপর দুই মেয়াদে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি শাকিব খান। দেশের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত নায়ক।
সফল এই নায়ক আবারও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন। আসন্ন নির্বাচনে তিনি সভাপতি পদের জন্য লড়বেন। সিনেমা পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই কথা। বিষয়টা এখন অনেকটাই ‘ওপেন সিক্রেট’ হয়ে গেছে।
শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, এবারের নির্বাচনে শাকিব খান ও ডিএ তায়েব একটি প্যানেলে থাকছেন। শাকিব সভাপতি পদে এবং তায়েব থাকছেন সাধারণ সম্পাদক পদে। বর্তমানে তারা অন্যান্য পদের জন্য প্রার্থী চূড়ান্ত করছেন। পূর্ণাঙ্গ প্যানেল হয়ে গেলে ঘোষণা দেবেন তারা।
এদিকে শোনা যাচ্ছে, এই নির্বাচনেও একই প্যানেল থেকে লড়বেন মিশা সওদাগর ও জায়েদ খান। গত দুই মেয়াদে তারা শিল্পী সমিতির পরিচালনা করছেন। এবার তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছেন শাকিব ও ডি এ তায়েব।
এছাড়াও আরও দুটি প্যানেলের কথা শোনা যাচ্ছে এবারের নির্বাচনকে ঘিরে। একটিতে থাকবেন ওমর সানী ও অমিত হাসান, অন্যটিতে রিয়াজ ও ফেরদৌস। তবে সেগুলো নিয়ে এখনো বিশ্বস্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে চিত্রনায়ক সাইমন সাদিক সাধারণ সম্পাদক পদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।