বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্নার ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালে এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন শক্তিমান এই অভিনেতা।
মৃত্যুবাষির্কী উপলক্ষে প্রতিবারের মতো এবারও মান্না ফাউন্ডেশনের উদ্যোগে মান্নার বাসায় বাদ আসর মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে, এমনটাই জানিয়েছেন মান্নার সহধমির্ণী শেলী মান্না। এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে বাদ আসর এফডিসিতে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মধ্য দিয়ে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন মান্না। তার আসল নাম এস এম আসলাম তালুকদার।
মান্না অভিনীত প্রথম ছবি ‘তওবা’। এটি মুক্তি পায় ১৯৮৪ সালে। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘পাগলী’, ‘ত্রাস’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘আব্বাজান’, ‘রুটি’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘হৃদয় থেকে পাওয়া’ ইত্যাদি।