ভারতের জম্মু কাশ্মীরে গাড়িবোমা হামলায় ৪০ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সেনাদের প্যারামিলিটারি বহরকে লক্ষ্য করে ৩৫০ কেজির বেশি বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। হামলার সম্পৃক্ত এক জঙ্গির ছবি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সেখানে বলা হচ্ছে, হামলাকারীর নাম আদিল আহমেদ দার ওরফে ‘ওয়াকাস কম্যান্ডো’। স্থানীয় কোকাপুরায় তার বাড়ি বলে জানা গেছে।গত বছরের জঙ্গি গোষ্ঠীতে নাম লেখায় সে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উপকণ্ঠ পুলওয়ামা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সে সময় জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল ৭০ সিআরপিএফ সেনাদের কনভয়। এ সময় একটি মহিন্দ্রা স্করপিও গাড়িতে ৩৫০ কেজির বেশি বিস্ফোরক নিয়ে হামলা চালায় জঙ্গিরা।
ঘটনার কিছুক্ষণ পরে হামলার নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।টুইটে হামলার নিন্দা করে তিনি লেখেন, ‘পুলওয়ামায় সিআরপিএফ সেনাদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। আমি এই ধরনের কারপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। আমাদের বীর নিরাপত্তাকর্মীদের বলিদান বিফলে যাবে না।বীর শহিদদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে পুরো দেশ। আহতরা দ্রুত আরোগ্যলাভ করুন।’
ঘটনাস্থলের একাধিক ভিডিওতে দেখা গেছে, অন্তত একটি গাড়ি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তার পাশেই রয়েছে নীল রং এর কনভয়, সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ক্ষতিগ্রস্থ বাসটিতে গুলির চিহ্ন থেকে ইঙ্গিত পাওয়া যায়, বিস্ফোরণের পর লুকিয়ে থেকে গুলি চালিয়েছে জঙ্গিরা।
এদিকে স্যোশাল সাইটে হামলার নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, সিআরপিএফ জওয়ানদের ওপর এভাবে কাপুরুষোচিত হামলায় তিনি অত্যন্ত বিরক্ত। পুলওয়ামায় হামলা নিয়ে তিনি টুইটে লেখেন,‘শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
হামলার তদন্তে নেমেছে জম্মু কাশ্মীর পুলিশ। আজ শুক্রবার শ্রীনগর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
প্রসঙ্গত, বৃহস্পতিবারের হামলা ভারতে ২০১৬ সালে উরি শহরের হামলার থেকেও বেশি আত্মঘাতী ছিলো। সে সময় ভারতীয় বাহিনীর হেডকোয়াটারে জঙ্গিদের হামলায় ১৯ জন সেনা মারা যান। পরে সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে জবাব দেয় ভারতীয় সেনা বাহিনী।