১২ চ্যানেলে একসাথে \’ক্লোজআপ কাছে আসার গল্প\’

ভালোবাসা দিবসে গত কয়েক বছর ধরে টেলিভিশন দর্শকদের জন্য আয়োজন করা হচ্ছে \’ক্লোজআপ কাছে আসার গল্প\’। সেই ধারাবাহিকতায় এবার \’কাছে আসার অসমাপ্ত গল্প\’ নিয়ে নির্মাণ করা হয়েছে তিনটি নাটক।

প্রতিবারের মতো এ বছরও  জমা পড়েছিল হাজার হাজার গল্প। সেখান থেকে নির্বাচিত সেরা তিন গল্প নিয়ে তৈরি হয়েছে তিনটি নাটক। 

বিজয়ী গল্পকাররা হলেন সঞ্জয় ধর, সামিউর রশিদ ও রহিমা হোসেন বিউটি। সঞ্জয় ধরের গল্প থেকে ‘এই গল্পের নাম নেই’ পরিচালনা করেছেন অনম বিশ্বাস। অভিনয় করেছেন সাফা ও শাওন। 

রহিমা হোসেন বিউটির গল্প থেকে ‘যে যেখানে দাঁড়িয়ে’ নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে বৃষ্টি ও মনোজ। 

সামিউর রশিদের গল্প অবলম্বনে ‘ছন্দ ছাড়া গান’ পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। অভিনয় করেছেন প্রীতম হাসান ও সাবিলা।

জানা গেছে, প্রতিবার ‘ক্লোজআপ কাছে আসার গল্প’–এ থাকে নতুন গান। তবে এবার তা হচ্ছে না। প্রয়াত সংগীত তারকা আইয়ুব বাচ্চু স্মরণে এলআরবির তিনটি গান ব্যবহৃত হবে তিনটি নাটকে। পার্থ বড়ুয়ার তত্ত্বাবধানে গানগুলোর নতুন করে সংগীতায়োজন করেছে এলআরবি। গেয়েছেন পলাশ, শুভ ও রুবায়েত।  

আজ রাত ৮টা ৩০ মিনিটে একযোগে দেশের ১২টি টিভি চ্যানেলে। প্রচারিত হবে নাটকগুলো। এ ছাড়া ডিজিটাল লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে উপভোগ করতে পারবে দর্শকরা।

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস  

Scroll to Top