ভারতের ব্যাঙ্গালোর শহরে ‘ব্যাঙ্গালোর ওপেন এয়ার’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভারত, শ্রীলঙ্কা এবং নেপালের ব্যান্ডগুলোকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো ‘ট্রেইনরেক’। সাউথ এশিয়ার ব্যান্ডগুলোকে পেছনে ফেলে মেটাল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশের এই মেটাল ব্যান্ডটি।
বিজয়ী হওয়ার সুবাদে ট্রেইনরেক সবচেয়ে বড় মেটাল কনসার্ট জার্মানির ‘ওয়াকেন ওপেন এয়ার’-কনসার্টে পারফর্ম করার সুযোগ পাচ্ছে। চলতি বছরের আগস্ট মাসের ১ তারিখে শুরু হওয়া কনসার্টটি চলবে আগস্টের ৩ তারিখ পর্যন্ত। কিস, স্লেয়ার, অ্যানথ্রাক্স, বুলেট ফর মাই ভ্যালেন্টাইনসহ আরো জনপ্রিয় ব্যান্ডের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা যাবে ট্রেইনরেক ব্যান্ডটিকে। যা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ব্যান্ড মিউজিকের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।
গত ৯ ফেব্রুয়ারি ভারতের সিলিকন ভ্যালি খ্যাত ব্যাঙ্গালোর শহরে ‘ব্যাঙ্গালোর ওপেন এয়ার’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যায় বাংলাদেশের ব্যান্ড ‘ট্রেইনরেক’। বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেয় ব্যান্ডটি।
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস