‘বিগ বসে’র পর এবার নয়া ইনিংস শুরু করলেন অভিনেত্রী শিল্পা শিন্ডে। গ্ল্যামার দুনিয়া থেকে একেবারে রাজনীতির ময়দানে চলে আসেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিলেন এ অভিনেত্রী। দলের সদস্যপদ গ্রহণ করেই শিল্পা জানান, রাহুল গান্ধীকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি।
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন শিল্পা। এ সময় তাকে স্বাগত জানান মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান সঞ্জয় নিরুপম। ওই অনুষ্ঠানে কংগ্রেস নেতা চরণ সিংহ সাপরাও হাজির ছিলেন।
আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর মুম্বাই থেকে শিল্পা দাঁড়াতে পারেন বলে দলীয় সূত্রে খবর। তবে এ নিয়ে মুখ খোলেননি টিভি সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী।
বেছে বেছে কংগ্রেসেই কেন যোগ দিলেন? এ বিষয়ে জানতে চাইলে সংবাদমাধ্যমকে শিল্পা বলেন, ‘আমার মনে হয় কংগ্রেসই একমাত্র দল, যারা দেশে পরিবর্তন আনতে পারে।’ এ সময় রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চান বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
১৯৯৯ সালে টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ শিল্পা শিন্ডের। ঘরে ঘরে পরিচিতি পান ‘ভাবি জি ঘর পর হ্যায়’ সিরিয়ালের মাধ্যমে। তবে জনপ্রিয়তার শিখরে পৌঁছন ‘বিগ বস-১১’-এর প্রতিযোগী হিসেবে। শো চলাকালীন সালমান খানের প্রিয়পাত্রী হয়ে ওঠেন তিনি। দর্শকদের ভোটে শেষ পর্যন্ত বিজয়ীও হন। পরাজিত করেন আরেক জনপ্রিয় টেলি তারকা হিনা খানকে।
টিভি সিরিয়ালের পাশাপাশি তেলুগু ছবিতেও অভিনয় করেছেন শিল্পা। আইটেম গার্ল হিসেবে দেখা দিয়েছেন হিন্দি ছবি ‘পটেল কি পঞ্জাবি শাদি’তেও। সালমান খানের প্রেমিকা ইউলিয়া ভান্তুরের ডেবিউ ছবিতেও খুব শিগগিরই দেখা যাবে এ অভিনেত্রীকে।
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস