হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে ‘শনিবার বিকেল’ ছবিটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। আর এ কারণেই নাকি ছবিটির ছাড়পত্র আটকে দেওয়া হয়েছে। ক’দিন ধরে এমনটাই শোনা যাচ্ছে চারদিকে। তবে বিষয়টি নিয়ে এতোদিন পর্যন্ত চুপ থাকলেও এবার মুখ খুললেন ছবির প্রধান অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
শুক্রবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিশা জানান, “কোথাও বিরাট ভুল হচ্ছে, কেউ আপনাদেরকে বিভ্রান্ত করছে। প্রিয় ভাই ও বোনেরা, ‘শনিবার বিকেল’ সিনেমাকে কেন্দ্র করে একটা ডাহা মিথ্যা কথা ছড়িয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করা হচ্ছে। ভয়ংকর ঘৃণার চর্চা করা হচ্ছে!
আমি পরিষ্কার করে বলছি, আমার অভিনীত চরিত্রটি কখনই সন্ত্রাসী চরিত্র নয়, বরং একজন ধর্মপ্রাণ মুসলমানের। ফলে সন্ত্রাসীকে হিজাব-দাড়ি দিয়ে ইসলাম অবমাননার প্রশ্নই আসে না। এই ভয়াবহ মিথ্যা কথাটা যারা ছড়াচ্ছেন, তারা না জেনেই একটা অন্যায় কাজের সাথে জড়িয়ে যাচ্ছেন। আর যারা জেনে বুঝে বিশেষ উদ্দেশ্যে এই মিথ্যা প্রচার করে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছেন, তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। আল্লাহ তাদের হেদায়েত দান করুন।’
‘শনিবার বিকেল’-এ কাজ করছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি। সঙ্গে বরাবরের মতো স্ত্রী নুসরাত ইমরোজ তিশা তো আছেনই। ছবিটিতে একেবারে ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন অভিনেতা জাহিদ হাসান। থাকছেন মামুনুর রশীদ ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ও।
২০১৭ সালের ৩০ ডিসেম্বর থেকে ছবিটির মহড়া শুরু হয়। আর শুটিং শুরু হয় ২০১৮ সালের ৫ জানুয়ারি, ঢাকার কোক স্টুডিওতে। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল, আরও আছেন ভারতের শ্যাম সুন্দর দে।
লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে