প্রমাণ করতে পারলে প্রকাশ্যে ক্ষমা চাইব : ওমর সানী

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমী। এদিকে মৌসুমীর মনোনয়ন ফরম কেনাকে নিয়ে উঠতি গুজবের কড়া জবাব দিলেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী।

গতকাল বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মৌসুমী। তবে অভিনেত্রীর মনোনয়ন ফরম কেনার পর থেকে নানা মহলে ছড়িয়ে পড়েছে একাধিক গুজব। কোথাও এই অভিনেত্রীকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেত্রী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। কোথাও আলোচনা হচ্ছে, স্বামী ওমর সানীর সমর্থনেই জাসাসের একজন সক্রিয় সদস্য ছিলেন মৌসুমী।

তবে এসব অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী মৌসুমীর স্বামী ওমর সানী। ঢালিউডের এই অভিনেতা আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘মৌসুমী জাসাসের প্রোগ্রামে গিয়েছিল। রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল, জাসাসের আমন্ত্রণে গিয়ে দেখে সেখানে তারেক রহমান। কিন্তু কোনো আমন্ত্রণে যাওয়া মানেই কিন্তু সেই দলের সদস্য হয়ে যাওয়া নয়। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কেউ যদি প্রমাণ করতে পারে মৌসুমী জাসাস করতো তাহলে আমি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে সকলের কাছে হাতজোড় করে মাফ চাইবো।’

ওমর সানী আরও বলেন, ‘যদি সেই অর্থে সদস্য বলেন, তাহলে রিয়াজ, পূর্ণিমা, অমিত হাসান, মিশা সবাই জাসাস করতো; আপনাদের সাংবাদিকের হিসেব অনুযায়ী এটাই তো হয় তাই না? রাষ্ট্রক্ষমতায় যারা তাদের থাকে তাদের কিছু কিছু বিষয় উপেক্ষা করা যায় না। এটা দৃষ্টিকটু, ধৃষ্টতা। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি রয়েছে। অনেক তারকার ছবি রয়েছে। আল্লাহ না-চাক কোনোদিন যদি অন্য সরকার আসে, সেই সময় একটা শ্রেণি এইসব ছবি নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করবে। মৌসুমী জাসাস করেনি, তার কোথাও কোনো স্বাক্ষর কিংবা নাম দেখাতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করলাম। সকল সাংবাদিকদের চ্যালেঞ্জ করলাম, পারলে আপনারা নাম দেখান।’

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top