ইত্যাদির সেই গায়ক আকবর অসুস্থ, প্রধানমন্ত্রীর সাহায্য কামনা

হানিফ সংকেতের হাত ধরে ইত্যাদির আবস্কার গায়ক আকবর। দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান তিনি। রিকশাচালক থেকে গায়ক আকবর, ১৫ বছর আগে এক মঞ্চেই মাতিয়েছেন, গেয়েছেন। দেশে-বিদেশের বিভিন্ন মঞ্চে গান করেছেন তিনি। 

জীবনের মোড় ঘুরে এবার হঠাৎ যেন ছন্দপতন। কিডনির অসুখে আক্রান্ত হন তিনি। গাইতে পারেন না গান। এমন পরিস্থিতিতে ফের ত্রাতা হয়ে আকবরের পাশে দাঁড়ান হানিফ সংকেত। সুস্থও হয়েছিলেন। কিন্তু বেরসিক ভাগ্য তাকে আবার কঠিন বাস্তবতার সামনে দাড় করিয়েছে। আবারও আগের অসুখের সঙ্গী হয় ডায়াবেটিস। 

জানা যায়, মিরপুর ১৩ নম্বরে ভাড়া বাড়িতে বিছানায় দিন কাটছে এ গায়কের। এখন আর গাইতে পাড়েন না। ঠিকমতো চলাফেরা করতেই এখন দায় তার জন্য। সংবাদ মাধ্যমকে আকবর বলেন, ‘কয়েক দিন কিছুটা ভালো ছিলাম। কিন্তু আবারও বিছানায় পড়তে হলো। কয়েক বছর ধরে শরীরে জন্য টাকা খরচ করতে করতে জমানো আর কিছুই নাই। হানিফ সংকেত স্যার অনেকবার সাহায্য করেছেন। একটা মানুষকে আর কতো বলা যায়। নিজেরই লজ্জা লাগে। উনি নিতান্তই ভালো মানুষ বলে এভাবে আমার পাশে আছেন।’

গায়ক বলেন, ‘কিডনিতে সমস্যা। ইনফেকশন আছে সঙ্গে ডায়াবেটিস। কয়েক দিন ধরে শরীর নাড়াতেই পারছি না। কিডনি রিপ্লেস করতে হবে। দেশের বাইরে যাওয়া দরকার। কিন্তু এত টাকা পাব কই? উল্টো আমিই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলাম। এখন সংসারের করুণ অবস্থা। স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে কোনরকম দিন পার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতার গল্প সবখানেই শুনেছি। তিনি শিল্পীদের পাশে দাঁড়ান। আমার তো এমন কেউ নেই যে তার কাছে নিয়ে যাবে। আমি সুস্থ হতে চাই। আবারও গানে ফিরতে চাই।’

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top