আর্শিয়া সিদ্দিকা রোদসী। ঢাকার মিরপুরে জন্ম নেওয়া এই ছাত্রীর শৈশব কেটেছে সিলেটে। বাবার চাকরির সুবাদে সেখানে ছিলেন তিনি। ঢাকায় ফিরে স্কুলে ভর্তি হন। ২০১৬ সালে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। এরই মাঝে পা বাড়িয়েছেন শোবিজাঙ্গনে। মিউজিক ভিডিওর পাশাপাশি মডেলিংও করেন তিনি। শোবিজাঙ্গনে খুব একটা বেশি পরিচিতি না পেলেও এবার টিকটক বানিয়ে রাতারাতি তারকা হয়ে গেছেন তিনি।
উত্তরা ইউনিভার্সিটির এই ছাত্রীর একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৪ দিনের ব্যবধানে আট লাখেরও বেশিবার ভিউ হয়েছে তার ভিডিওটি। আলোচনায় উঠে এসেছেন উঠতি মডেল ইংরেজি সাহিত্যের ছাত্রী আর্শিয়া সিদ্দিকা রোদসী।
সপ্তাহ দুয়েক আগে প্রকাশিত তার ভিডিওটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে ফেইসবুকে; ভিডিওর ‘এই থাকতে, মনে করেন খুশিতে, ঠেলায়, ঘোরতে।’-সংলাপটি এখন ফেইসবুক ব্যবহারকারীদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ারের পাশাপাশি স্ট্যাটাস আকারেও সংলাপটি প্রকাশ করছেন ফেইসবুক ব্যবহারকারীরা। নিতান্তই শখের বশে করা ভিডিওটি এতটা আলোচনায় উঠে আসবে তা ভাবেননি রোদসী।
উল্লেখ্য, ভিডিও তৈরি ও শেয়ারিংয়ের চীনভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ ‘টিকটক’ ইতিমধ্যে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এতে বিভিন্ন চলচ্চিত্রের সংলাপ, গানের কথপোকথনের সাথে মিল রেখে অ্যাপস ব্যবহারকারীরা মুখ বা অঙ্গভঙ্গি মিলিয়ে ভিডিও বানান।
রোদসীর ভিডিওটির মূল কথাগুলো ২০১৪ সালের নির্বাচনের সময় মাই টিভির সাংবাদিক মাহবুব সৈকতের সঙ্গে নির্বাচনের মাঠে ভোটারদের সঙ্গে কথোপকথন থেকে নেওয়া। একই কথোপকথনে অনেকেই অঙ্গভঙ্গি মিলিয়ে ভিডিও বানালেও রোদসীর ভিডিওটিই বেশি সমাদৃত হয়েছে দর্শকদের কাছে।
রোদসী সাংবাদিকদের জানান, ৩১ ডিসেম্বর রাতে নিজেদের বাসায় ভিডিওটি ধারণ করা হয়েছে। তার পাশে ছিলেন ছোটবোন আশনা সিদ্দিকী। টিভি সাংবাদিকের মাইক্রোফোনের আদলে মেকআপের ব্রাশটি তুলে ধরেছিলেন তাদের মা রোকেয়া সিদ্দিকা নীলা; ভিডিওটিও ধারণ করেছেন তিনি।
জানা গেছে, রোদসী গত বছর থেকে নিয়মিতই টিকটক ভিডিও বানিয়েছেন। এর আগে আরও ১৪টি ভিডিও প্রকাশ করলেও সেভাবে নজরে আসেননি; এবারই প্রথমবার ভাইরাল হওয়ার সুবাদে আলাদাভাবে দর্শকরা চিনলেন তাকে।
এর আগে ২০১৬ সালের দিকে একটি টিভিসি দিয়ে শোবিজ পা রাখা এ তরুণী এখন অব্দি পাঁচটির মতো টিভিসিতে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ওয়ালটন এলইডি লাইট, রেইনবো পেইন্টসহ আরও বেশ কয়েকটি। টিভিসির বাইরে মিউজিক ভিডিওতেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি। মডেলিং করেছেন সংগীতশিল্পী ইমরানের ‘মন খারাপের দেশে’ ও ‘ভাসি-ডুবি’ শিরোনামে দুটি মিউজিক ভিডিওতে। যুক্ত ছিলেন চ্যানেল আইয়ের ‘সাত ভাই চম্পা’ প্রমোর সঙ্গেও।
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস