পরিবারসহ কানাডায় থাকায় এবং ফ্লাইট জটিলতায় প্রথমে নায়ক রাজপুত্র বাপ্পিকে ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেয়া হলেও শেষ পর্যন্ত মেজো ছেলের জন্য দাফন মঙ্গলবার বাদ আসর থেকে পেছানো হয়েছিলো কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের। বুধবার ভোরে ছেলে ফিরে আসায় সকাল সাড়ে দশটার দিকে দাফন সম্পন্ন হলো এই কিংবদন্তির। আর এসময় নায়ক রাজের মরদেহ নিজের কাঁধে তুলে নিতে দেখা গেলো দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খানকে!
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডায় ছিলো। প্রথমে তাকে ছাড়াই মঙ্গলবারেই দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হলেও বিশেষ বিবেচনায় ও রাজ পরিবারের সিদ্ধান্তে দাফন পেছানো হয়। আর নায়করাজের দাফন সম্পন্ন হলো বুধবার সকাল ১০টা ২০ মিনিটে। আর এসময় বনানী কবরস্থানে নায়করাজের মরদেহ নিজের কাধে তুলে নিতে দেখা গেছে তার তিন পুত্র ও তারকা অভিনেতা শাকিব খানকে।
বুধবার ভোর চারটায় মেজো ছেলে বাপ্পি ঢাকায় অবতরণ করেন। আর তার আসার পর ফের কান্নার রোল পড়ে লক্ষ্মী কুঞ্জে। এসময় থেকেই এই পরিবারের সঙ্গে ছিলেন শাকিব খান। শুধু তাই না, বনানী কবরস্থানে যখন নায়করাজকে চিরনিদ্রায় শায়িত করার জন্য নিয়ে যাওয়া হয়, তখনও রাজ্জাকের তিনপুত্রের সঙ্গে মরদেহের খাটিয়াটি নিজের কাঁধে বহন করেন শাকিব। এসময় তারপাশে দেখা যায় বাপ্পারাজ ও সম্রাটকে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এস