এক গানেই প্রধানমন্ত্রীর কাছাকাছি, পেলেন ভূয়সী প্রশংসাও

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা/ শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা-নৌকা মার্কায় ভোট দিন\’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে।কারণ গানটির মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরায় গানটি নির্বাচনী প্রচারণার কাজেও ব্যবহার করেছেনি দলটির নেতা নেত্রীরা।

এ গানটি দিয়েই প্রধানমন্ত্রীর নজরে পড়েছেন গানটির পুরো টিম। গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। এর সঙ্গীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। সম্পাদনা ও কালার সমন্বয়ে ছিলেন মোহাম্মাদ হৃদয়। গানটির ভিডিওচিত্র প্রযোজনায়ও ছিলেন তৌহিদ হোসেন।

গত ২ ডিসেম্বর শুক্রবার গণভবনে পিঠা উৎসবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন আলোচিত ‘জয়বাংলা’ গানের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর তাদের এ কাজের প্রশংসাও করেন বলে জানিয়েছেন জয় বাংলা গানের টিম।

গানটি নিয়ে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানটির সঙ্গে নেচে ফ্লাশমব তৈরি করেছেন। প্রথম গানটির সাড়া পাওয়ার পর এর সিক্যুয়াল ‘জিতলো আবার নৌকা’ গানটি প্রকাশ করা হয়। এই গানটিও রীতিমত আলোড়ন তুলেছে।

Scroll to Top