সিনেমায় লাদেন

এবার আল কায়েদা নেতা ওসামা বিদ লাদেনকে নিয়ে বানানো হচ্ছে ছবি। ভারতীয় মিডিয়ার খবর থেকে অন্তত এমনটাই জানা গেছে।

ছবিটির নাম ঠিক করা হয়েছে ‘অ্যাবোটাবাদ’। এটি পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ। আর ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে ভরদ্বাজ ও জাঙ্গল পিকচার্স।

‘অ্যাবোটাবাদ’ ছবিটি নির্মিত হচ্ছে ক্যাথরিন স্কট- ক্লার্ক ও অ্যাডরিয়ান লেভি রচিত ‘দ্য এক্সাইল দ্য ফ্লাইট অফ ওসামা বিন লাদেন’ অবলম্বনে। যেখানে ২০০১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সন্ত্রাসবাদীদের কার্যকলাপ সম্পর্কে দেখানো হবে। ছবি নিয়ে এর থেকে বেশি তথ্য এখনও সামনে আসেনি।

বিশাল ভরদ্বাজ পরিচালিত সবশেষ ছবি ‘রেঙ্গুন’। বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত ও সাইফ আলী খান অভিনীত ছবিটি সেভাবে সাড়া জাগাতে পারেনি। তবে এর আগে ‘ওমকারা’, ‘হায়দার’, ‘সাত খুন মাফ’র মতো ছবি বানিয়ে সুনাম কুড়িয়েছেন পরিচালক।

অন্যদিকে যার জীবনীর ওপর ভরদ্বাজ নির্মাণ করছেন ‘অ্যাবোটাবাদ’ সেই ওসামা বিন লাদেনকে বিশ্বব্যাপী আল কায়েদা সংগঠনের প্রতিষ্ঠাতা ও মুসলিম যোদ্ধা হিসেবে চেনে। বিশেষভাবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার জন্য তিনি বহুলভাবে পরিচিত। ২০১১ সালের ২ মে রাতে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের হামলায় নিহত হন সৌদি আরবে জন্মগ্রহণকারী বিদ লাদেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top