সঞ্জয় লীলা বনসালির ছবি মানেই বিগ বাজেট ছবি। ছবির প্রতিটি সেট, পোশাক এবং মেকআপ একদম পারফেক্ট হওয়ার জন্য বিশাল জনবল এবং বড় অংকের অর্থ নিয়ে তিনি কাজ শুরু করেন। সোমবার প্রকাশ পেয়েছে ‘পদ্মাবতী’ ছবিতে শহীদ কাপুরের লুক। এবার জানা গেল সেই ছবিতে শহীদের লুকের পেছনের গল্প।
‘পদ্মাবতী’র ডিজাইনার রিম্পল এবং হারপিত নারুলা জানান, শহীদ কাপুরের পোশাক তৈরি করা ছিল বেশ কঠিন কাজ। তার পোশাক কেমন হবে সেজন্য অনেক দীর্ঘ সময় ধরে গবেষণা চালানো হয়েছে। ১৪ শতাব্দীতে চিতোরের আবহাওয়া কেমন ছিল, সাজপোশাক কেমন ছিল সব কিছু নিয়ে চালানো হয়েছে গবেষণা। সেই সময়ের পোশাক কেমন ছিল তা দেখার জন্য জয়পুরের যাদুঘরও পরিদর্শন করা হয়েছে।
শহীদ কাপুরের পোশাক তৈরির জন্য রাজস্থানের অর্গানিক কাপড় ব্যবহার করা হয়েছে। ২২ জন স্থানীয় শিল্পী হাতে এমব্রয়ডারি করেছে। পুরো ৪ মাস লেগেছে নিখুঁত নকশা শেষ হতে। কিছু কাপড় তৈরি হয়েছে খাটি মসলিন বেজ এ। এগুলোতে ভেজিটেবল ডাই অথবা হ্যান্ড ডাই ব্যবহার করা হয়েছে। রাজস্থানের পোশাক যে ধরনের রঙ এর হয় সেই ধরণের রঙ ব্যবহার করা হয়েছে।
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিতে রানি পদ্মিনী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। রাজা রতন সিং চরিত্রে আছেন শহীদ কাপুর এবং আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পাবে।
বাংলাদেশ সময় : ১৮০৮ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ