শিরোনামটি পড়ে অবাক হয়েছেন নিশ্চয়? হ্যাঁ, অভিনেতা আনিসুর রহমান মিলনের ফেসবুক আইডি থেকে সাবধান থাকবেন। তা না হলে আপনিও পড়তে পাড়েন যে কোনো ধরনের বিপদে। হতে পাড়েন প্রতারণার শিকার। তাই এখন থেকেই সাবধান হোন। আর খোদ অভিনেতা নিজেই সাবধান হতে বলেছেন সবাইকে।
গতকাল জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন তার ফেসবুকে আরেক আনিসুর রহমান মিলন এর ফেসবুক আইডির স্ক্রীন শট দিয়ে স্ট্যাটাসে জানান, ‘ফেক আইডি থেকে সাবধান’।
আনিসুর রহমান মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখনো কোনো ব্যবস্থা নেইনি। তবে প্রাথমিকভাবে আমার ফ্রেন্ডস ফলোয়ার ও পরিচিতজনদের সাবধান করে দিলাম। তারা যেন ফেইক আইডি দ্বারা প্রতারিত না হোন।’
শুধু আনিসুর রহমান মিলন নন ফেসবুকের ফেক আইডি নিয়ে প্রতিদিনই ঝামেলা পোহাচ্ছেন বাংলাদেশের তারকারা।
বাংলাদেশ সময় : ১৬১৪ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ