বলিউড তারকা বরুণ ধাওয়ানকে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠি পেয়ে খুশি বরুণ।
নিজে টুইটার বার্তায় সেই চিঠির ছবি পোস্ট করেছেন তিনি।
স্বচ্ছ ভারত অভিযানে বরুণকে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণপত্রে লিখেছেন, গান্ধীজয়ন্তী উদযাপন করা হবে। গান্ধীজি মনে করতেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা সমাজের প্রতি আমাদের মনোভাবকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রীর কথায়, বাপু বিশ্বাস করতেন পরিষ্কার-পরিচ্ছন্নতা আসলে অভ্যাস। আর তা সবার মধ্যে থাকা দরকার। চিঠিতে আরো বলা হয়েছে, এই ধরনের প্রচারের ক্ষেত্রে সিনেমা একটা বড় মাধ্যম। সিনেমা সমাজের সবস্তরে কোনো বার্তাকে ব্যাপকভাবে প্রচার করতে পারে।
এখন জুড়ুয়া টু ছবির প্রচারে ব্যস্ত বরুণ।
জ্যাকলিন ফার্নান্দেজ, তাপসী পান্নু, অনুপম খেরের মতো অভিনেতাকে দেখা যাবে ছবিতে। ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে