‘লিপকিসের দৃশ্যগুলো অসঙ্গতিপূর্ণ মনে হবে না কারো’

শনিবার সন্ধ্যায় বেইলী রোডের ক্যাফে থার্টি থ্রি রেস্টুরেন্টে সিনেমাটির অডিও অ্যালবামের প্রকাশনা উৎসবে একত্রিত হয়েছিলেন- তৌকীর আহমেদ, অনিমেষ আইচ, সুবর্ণা মুস্তাফা, ভাবনা, ড. ইনামুল হক, ওয়াহিদা মল্লিকা জলি, চিত্রলেখা গুহ, নিমা রহমান এমন সব তারকা।

তাদের সামনে প্রদর্শিত হয়েছে বদরুল আনাম সৌদের গহীনে বালুচর সিনেমার ট্রেইলার। উপস্থিত সিনেমার নির্মাতা, অভিনেতা অভিনেত্রী কলাকুশলী সবাই। ট্রেইলারে নায়ক-নায়িকার ঠোঁটে ঠোঁট লাগার দৃশ্য দেখেই জোর হাত তালি পড়লো।

ট্রেইলার দেখানো ও অ্যালবামের মোড়ক উম্মোচন শেষে সব কলাকুশলীদের স্টেজে ডাকেন সুবর্ণা মুস্তাফা।

গহীনে বালুচর সিনেমার নায়ক আবু হুরায়রা তানভীর ও নায়িকা নীলাঞ্জনা নীলা। অভিনয়ের বিষয়ে নীলাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন— অনুভূতি যেমন হয় তেমনই ছিল। তানভীরকে প্রশ্ন করলে তিনি জানালেন— আমার তেমন কঠিন লাগেনি এ দৃশ্যে অভিনয় করতে। সব মিলিয়ে আমার অনুভূতি খুব ভাল।

দর্শক সারি থেকে চিত্রলেখা গুহ প্রশ্ন করেন— সৌদের কাজ মানেই পানি কাদা এসব থাকবে। তোমাদের কাদা পানিতে অভিনয়ের অনুভূতি কী?

বদরুল আনাম সৌদের কাছেও প্রশ্ন ছিল যে বিশেষ দৃশ্য নিয়ে আপনার অনুভূতি কী? এ বিষয়ে সৌদ বলেন, ‘আমরা তো কত ভাবেই ভালবাসা প্রকাশ করি। দৃশ্যগুলো খুব সরল ভালবাসার বহির্প্রকাশ মাত্র। লিপকিসের দৃশ্যগুলো অসঙ্গতিপূর্ণ মনে হবে না কারো। সিনেমার গল্পটি রোমান্টিক ঘরানার। যা হয়েছে তা কিন্তু গল্পের প্রয়োজনেই।’

২০ অক্টোবর মুক্তি পাবে ‘গহীনে বালুচর’। গ্রামীণ পটভূমিতে নির্মিত এ চলচ্চিত্রটিতে অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলার। তার সঙ্গে আরো দেখা যাবে দুই নতুন মুখ আবু হুরায়রা তানভীর ও মুনকে। তাদের ত্রিভূজ প্রেমের গল্পে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, রুনা খান প্রমুখ। ‘গহীন বালুচর’ ছবিটি প্রযোজনা করেছে সাতকাহন ও ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল।

ট্রেলারটি দেখুন… 

বাংলাদেশ সময় : ১২৫৬ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ