ঢাকাকে টেকনিক্যালি আরও সাউন্ড হতে হবে: ঋতুপর্ণা

ভারতে বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশেও বেশকিছু ব্যবসাসফল ছবির নায়িকা তিনি। আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করার জন্য সম্প্রতি ঢাকায় এসেছেন পশ্চিম বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

ঢাকাই সিনেমার পিছিয়ে পড়া নিয়ে বেশ শঙ্কা প্রকাশ করছেন এই গুণী অভিনেত্রী। এমন পিছিয়ে পড়ার কারণ হিসেবে ঋতুপর্ণা বলেন, আমার মনে হয় ঢাকাকে টেকনিক্যালি আরও সাউন্ড হতে হবে। কলকাতায় টেকনিক্যাল দিকটা অনেক ডেভেলপ করেছে। এখন আর কাজ আটকে থাকছে না। ওখানে ফিল্মসিটিটাও দারুণ। টেকনিশিয়ানদের মধ্যে ভালো কিছু করার তাড়া আছে। শিল্পীদের মধ্যে কোনো বিভাজন নেই। আমার মনে হয় টেকনিক্যাল ব্যাপারগুলো ডেভেলপ করলে এখানে সিনেমা দ্রুত উপরে উঠে যাবে। এক্ষেত্রে চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলো যদি এগিয়ে আসে তাহলে ভালো।

‘একটি সিনেমার গল্প’ ছবি প্রযোজনা করছে আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর নিজেই। এই ছবির জন্য গান তৈরি করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার প্রমুখ। আবহ সংগীত করবেন ইমন সাহা।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top