আসছে ২২শে সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার ছবি ‘পোস্ত’। সাফটা চুক্তির আওতায় ছবিটি আমদানি করেছেন বাংলাদেশের খান ব্রাদাসের কর্ণধার সাইফুল ইসলাম চৌধুরী।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘পোস্ত ছবিটি গত জুলাই মাসে ঢাকায় সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিটি নিয়ে সাইফুল ইসলাম চৌধুরী বলেন, দেশের মোট ২৫টি ভালো প্রেক্ষাগৃহে এ ছবিটি মুক্তি পাবে। এটি পারিবারিক গল্পনির্ভর ছবি। দুজন পরিচালকই বেশ জনপ্রিয় ছবি এর আগে দর্শকদের উপহার দিয়েছেন। আশা করি, এ দেশের দর্শকরাও ছবিটি বেশ উপভোগ করবেন।
আধুনিক পরিবারের চাকরিজীবী বাবা-মায়ের আদরের সন্তানকে মানুষ করতে গিয়ে দাদা-দাদির সঙ্গে প্রতিনিয়ত যে মতপার্থক্য ঘটে তাই নিয়েই এ ছবির গল্প। ‘পোস্ত’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সোহিনী সেন, পরান বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এদিকে, চলচ্চিত্র আমদানি-রপ্তানিতে ঢাকায় ‘পোস্ত’ ছবিটি চলবে আর কলকাতায় চলবে ঢাকার ছবি ‘আমি তোমার হতে চাই’। অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও বাপ্পী।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ