মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান থেকে প্রাণ বাঁচাতে প্রায় তিন লাখের বেশি রোহিঙ্গা দেশ ছেড়েছে। আশ্রয়ের খোঁজে বেরিয়ে নৌকা ডুবে, বোমা বিস্ফোরণে অনেকে প্রাণ হারিয়েছেন।
রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি অনেকেই সরব হয়েছেন। এর প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের মানুষেরা। ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল এ নিয়ে লিখেছেন ফেসবুকে।
\’বিসমিল্লাহির রাহমানীর রাহীম। আসসালামু আলাইকুম। একজন মুসলমান হিসেবে চোখের পানি ধরে রাখতে পারছি না মায়ানমারের মুসলমান রোহিঙ্গাদের উপর অত্যাচারের জন্য।
সামাজিক যোগাযোগের মাধ্যমে যেই ভিডিওচিত্রগুলি দেখছি এতে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে এই দোয়া করি যেন মহান আল্লাহতায়ালা এই অত্যাচারীদের হাত থেকে রোহিঙ্গাদের রক্ষা করেন।
সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকারকে এই নির্যাতিতদের আমাদের দেশে জায়গা করে দেবার জন্য। নিশ্চই আল্লাহতায়ালা এর জন্য উত্তম ফল দিবেন। আমীন।
(অনন্ত জলিলের ফেসবুক থেকে সংগৃহীত)
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে