নায়করাজের মৃত্যুতে মুষড়ে পড়েছেন কবরী!

নায়করাজ রাজ্জাকের মৃত্যুর খবরে মুষড়ে পড়েছেন রূপালি পর্দায় তার নায়িকাদের মধ্যে জনপ্রিয়তম সারাহ বেগম কবরী।
সোমবার বিকেলে রাজ্জাকের মৃত্যুর পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিশ্বাসই হচ্ছে না, তিনি আমাদের মাঝে নেই। খুবই কষ্ট হচ্ছে আমার। এতদিন ধরে কাজ করছি, বিশ্বাসই হচ্ছে না।

সুভাষ দত্ত পরিচালিত ‘আবির্ভাব’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে নতুন জুটি রাজ্জাক-কবরীর। একের পর এক ছবিতে অভিনয় করেছেন তারা। ‘নীল আকাশের নীচে’, ‘ময়নামতি’, ‘ক খ গ ঘ ঙ’, ‘ঢেউ এর পরে ঢেউ’ এবং স্বাধীনতার পর ‘রংবাজ’, ‘বেঈমান’সহ বেশ কিছু চলচ্চিত্র উপহার দেন এই জুটি। তাদের জুটি নির্মাতাদের নিশ্চিন্ত রাখত ব্যবসার ক্ষেত্রে।

পর্দার জুটি রাজ্জাকের সঙ্গে ইদানডং খুব বেশি কথাবার্তা হতেঠ না জানিয়ে কবরী বলেন, ভাবছিলাম তার বাসায় যাব। কেমন যেন সময় হচ্ছিল না। অনেক দিন দেখা হয়নি। রাজ্জাকের সঙ্গে জুটির জনপ্রিয়তা নিয়ে কবরী তার বইয়ে লিখেছেন, সিনেমামোদী যারা এসব সিনেমা দেখেছেন তারাও হয়ে যেতেন রাজ্জাক আর অপরপক্ষ নিজেকে ভাবত কবরী, তাই না?

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭,

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি