বিনোদন প্রতিবেদকঃ রাশেদ পরিবারের বড় ছেলে। চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। টিউশনি করেই দিন পার করছেন। এদিকে পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যাক্তি বাবাও প্রায় রিটায়ার্ডে যাওয়ার পথে। এদিক-ওদিক ঘুরাঘুরি করছেন একটি মাত্র চাকরি পাওয়ার জন্য। কিন্তু জুটছে না। এদিকে পরিবার দিন দিন তার উপর নির্ভর হয়ে পড়ছে।
অন্যদিকে রাশেদের প্রেমিকা রিয়ার বাবা তার বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। কিন্তু নানাভাবে বাবাকে বুঝিয়ে বিয়ের একের পর এক বিয়ে ভাঙছে শুধু রাশেদকে ভালোবেসে বলে। আর রিয়া তার প্রেমিকের পরিচয় তার বাবার কাছে প্রকাশ করতে পারছে না। কেননা, রাশেদ বেকার। বিয়াও চাইছে যে তার একটি চাকরি হোক।
ঈদুল আযহার \’বড় ছেলে\’ শিরোনামের টেলিফিল্মের দৃশ্য এটি। টেলিফিল্মটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। টেলিফিল্মে রাশেদ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব আর রিয়া চরিত্রে মেহজাবিন।
৫ সেপ্টেম্বর ইউটিউব মুক্তি পাওয়া এই বাস্তবধর্মী টেলিফিল্মটির প্রশংসা করছেন সবাই। মুক্তির ২ দিন পার না হতেই প্রায় ৫ লাখ লাখবার দেখা হয়েছে নাটকটি। আর নাটকটি দেখে প্রায় ৪ হাজার জন মন্তব্য করেন। মন্তব্য বিশ্লেষণ করে দেখা যায় যে, সবাই এই টেলিফিল্মটিকে বাস্তবধর্মী হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে অপূর্ব ও মেহজাবিনের অসাধারণ অভিনয়ের জন্য সবাই বাহবা জানাচ্ছেন।
নাটকটি
https://youtu.be/eb6mCg1dB0Y
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস