জনপ্রিয় টিভি ম্যাগাজিন ‘ইত্যাদি’র এবারের আয়োজন করা হয়েছে পাবনা সদরে। বরাবরের মতো এবারও উপস্থাপনায় থাকবেন হানিফ সংকেত। উপস্থিত থাকবেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আরো থাকবেন নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি।
প্রতি ঈদেই ইত্যাদির একটা বিশেষ পর্ব থাকে। কিন্তু উপস্থাপক হানিফ সংকেত হজ পালনে সৌদি আরব থাকায় এবার ঈদে ইত্যাদির কোনো আয়োজন নেই। তবে হানিফ সংকেত হজ থেকে ফিরলেই শুরু হবে ইত্যাদির কার্যক্রম। চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস ও শাহনাজ খুশিকে দিয়ে একটি বিশেষ পর্ব তৈরি করবেন তিনি। সেই সুবাদে জনপ্রিয় এ তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে টিভির পর্দায়। সাধারণত তিন মাস পরপর প্রচারিত হয় কৌতুক ও ব্যঙ্গাত্মক ঘরানার ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।
নব্বইয়ের দশকে শুরু হওয়া এ অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। ২৭ বছর ধরে বিটিভিতে প্রচারিত হচ্ছে জনপ্রিয় এ ম্যাগাজিন অনুষ্ঠান। এর প্রধান আকর্ষণীয় দিক হলো-সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা।
বাংলাদেশ সময় : ১৬০৬ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ