একসাথে জুটি হওয়ার পরপরই শাকিব খান-বুবলি’র প্রেম নিয়ে বেশ ভালো খবর রটেছিল মিডিয়ায়। কেউ কেউ বলছেন প্রেম, কেউ কেউ বলছেন শুধু বন্ধুত্ব।
জুটি হওয়ার পরপরই তারা একসঙ্গে \”শুটার\” ও \”বসগিরি\” নামে দুটি সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তবে তাদের অভিনীত \”বসগিরি\” অধিক সুপারহিট হয়েছে।
আর এবারের কুরবানি ঈদে শাকিব- বুবলি জুটির \”রংবাজ\” ও \”অহংকার\” নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। মূলত শাকিবের হাত ধরেই বুবলির চলচ্চিত্রে আগমন হয়েছে। যতক্ষণ না পর্যন্ত অপু-শাকিবের বিয়ের কথা মিডিয়ায় প্রকাশ না পেয়েছে, ঠিক ততদিন পর্যন্ত জনগণ একটা কথায় ভাবতো যে শাকিবের সাথে বুবলির হয়তো প্রেম হয়ে যাবে। আসলে কিন্তু ঠিক তা নয়, সত্যিটা জানিয়েছেন বুবলি নিজেই। দ্যা স্টার ডেইলির সৌজন্যে স্টার লাইভের \”আনসেন্সরড উইথ রাফি হোসেন\”-এ এসে বুবলি বলেছেন শাকিব খানের সঙ্গে তাঁর কী সর্ম্পক, জানিয়েছেন তাঁর সিনেমা ভাবনা এবং নতুন ছবির গল্পসহ অনেক খোলামেলা কথা। বুবলি বলেন- \”শাকিব ভাই শুধুই আমার একজন কলিগ অর্থাৎ সহকর্মী আর আমার জায়গায় অন্য কোন নায়িকা থাকলে হয়তো একই রকম ঘটনা ঘটতো\”।
বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ