সব মৃত্যু মেনে নেওয়া যায় না। তবুও মেনে নিতে হয় এই নির্মম সত্যকে, নিরুপায়ের পায়ে ধন্যা দিয়ে দুফোঁটা অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আর কীই বা করা যায়। কিন্তু মন কী আর মানে! গতকাল হারালাম নায়ক রাজ রাজ্জাককে। এই শূন্যতা পূরণ করে দিতে পারে- তেমন মহাকর্মণ্য কি আর দ্বিতীয়বার জন্ম নেবে এই বাংলায়?
চলচ্চিত্রাঙ্গনে শোকের মাতম। কীসের শুটিং ব্যস্ততা আর কীসের বিনোদন, কেবলই শোকের ঘনঘটা। মহানায়কের প্রয়াণের খবর পেয়ে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন বর্তমান সময়ের আরেক নক্ষত্র শাকিব খান। মানিকই তো মানিকের মূল্য বোঝে, রতনের ব্যথায় কাঁদে রতন। আর তাই প্রয়াণের খবর পেয়ে শাকিব খান দুদণ্ড দেরি করেননি। ছুটে গিয়েছেন নায়করাজের পরিবারবর্গের কাছে, সান্ত্বনা দিতে। বিয়োগ ব্যথায় ভারাক্রান্ত শাকিব খান। তাকে কে দেবে সান্ত্বনা?
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্ট ২২ আগস্ট ২০১৭, লেটেস্টবিডিনিউজ.কম/এস