ঢাকাইয়া সিনেমাতে বেশ শক্তপোক্তভাবে অবস্থান করছেন শাকিব খান। সেই শাকিব খানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল সবাই।
দুদিন ধরে অপেক্ষা করার পরেও সেই কাঙ্ক্ষিত ঘোষণা কিন্তু এলো না। জানা গেছে, অপেক্ষা করতে হবে ঈদের পর পর্যন্ত।
বৃহস্পতিবার বিকেল বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে চলচ্চিত্র পরিবারের ১৮টি সংগঠনের নেতারা শাকিব খানের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আসেননি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর বলেন, ‘শাকিব খানের আজকে (বৃহস্পতিবার) আসার কথা ছিল। কিন্তু তার বাসায় একটু সমস্যা হয়েছে বলে আসতে পারবে না। তাই আগামী ৭ সেপ্টেম্বর শাকিব খানের সাথে চলচ্চিত্র পরিবারের আনুষ্ঠানিক ‘মিলন’ হবে । ’
বর্ষীয়ান এ নির্মাতা আরও বলেন, ‘চলচ্চিত্র পরিবারের কাছে শাকিব খান ক্ষমা চাইতে হবে না। ওর কথাটা মূলত ফারুক ভাইকে উদ্দেশ্য করে ছিল। ফারুক ভাইয়ের কাছে সে ক্ষমা চেয়েছে। এরপর আমাদের কোনো কিছু বলার থাকতে পারে না। এখন একটা সৌজন্য সাক্ষাতে সে চলচ্চিত্র পরিবারের মিটিংয়ে আসলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যায়। ’
উল্লেখ্য গত ২৩ জুন নায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিবের করা এক মন্তব্যের জেরে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার তাকে বয়কটের আহ্বান করে। যেটি চলচ্চিত্র সংশ্লিষ্ট আঠারোটি সংগঠনের সমন্বয়ে গঠিত। এ নিয়ে দুই ভাগ হয়ে যায় চলচ্চিত্রাঙ্গন। অবশ্য এর আগেও বেফাঁস মন্তব্য করে বয়কটের শিকার হন শাকিব। পরে তিনি দুঃখ প্রকাশ করেন।
বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ