নায়করাজের মৃত্যু, ফেসবুক যেন শোকবই

ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন না নায়করাজ রাজ্জাক। এমনকি তার নামে নেই কোনো স্বীকৃত পেইজ, নেই ফলোয়ার। তাতে কি! আজ (২১ আগস্ট) কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের মৃত্যুদিনে ফেসবুক যেন শোকবই হয়ে উঠলো। টাইমলাইনজুড়ে হাহাকার, ‘নায়করাজ আর নেই!’

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে এদিন সন্ধ্যায় রাজ্জাক পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তার মরদেহ এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রয়েছে। অচিরেই জানা যাবে, তার নামাযে জানাযা কখন কোথায় হবে, কোথায়ই বা চিরসমাহিত হবেন রাজ্জাক।

২১ আগস্ট বিকেল হঠাৎ করেই রাজ্জাকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। সংবাদকর্মীদের কল্যাণে দ্রুতই জানা যায় বিষয়টি। এর আগে কয়েকবার রাজ্জাকের মৃত্যুর গুজব ওঠে। কিন্তু এবার আর গুজব নয়, সত্যি সত্যি বাংলার দর্শক নায়করাজকে হারিয়ে ফেললো।

সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকা সবাই রাজ্জাকের মৃত্যু সংবাদে বিস্ময় প্রকাশ করে ফেসবুকে তার আত্মার শান্তির জন্য দোয়া চাইছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top