আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী মায়ানমারে চলমান রোহিঙ্গা হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন। এক ফেসবুক স্ট্যাটাসে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী অং সান সুচি’কে আরাকানের ইতিহাস জানার এবং একইসঙ্গে বিশ্ব নেতৃবৃন্দ ও সিভিল সোসাইটিকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। না হলে পরিণামে স্বাধীন আরাকান রাজ্য আন্দোলন জোরদার হবে।
ফারুকী প্রথমেই লেখেন, ‘মায়ানমারের জান্তা এবং ভুয়া শান্তি পুরস্কার বিজয়ী সুচিকে অবশ্য আরাকানের ইতিহাস জানতে হবে— কখন, কীভাবে তাদের পূর্বপুরুষরা স্বাধীন আরাকান দখল করেছিল এবং মায়ানমারের অন্তর্ভুক্ত করেছে।’
তিনি আরো বলেন, ‘এবং অবশ্য জানা উচিত তাদের নির্যাতন ও হত্যা শুধুই স্বাধীন আরাকান প্রতিষ্ঠার আন্দোলনের জন্ম দেবে।’
রোহিঙ্গা ও বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশ্যে লেখেন, ‘রোহিঙ্গাদেরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে আর কতদিন তারা এ হত্যাকাণ্ড সহ্য করবেন। বিশ্বকেও চিন্তা করতে হবে কতদিন অন্ধ থাকবেন এবং ‘মানবধিকার’-এর গান গাইবে!’
তিনি লেখেন, ‘একইসঙ্গে আমি আন্তরিকভাবে চাইছি মায়ানমারের সিভিল সোসাইটি তাদের প্রতিক্রিয়া জানাক এবং তারা উচ্চকণ্ঠ হোন— তাহলে আরাকানে শান্তি আসবে!’
সবশেষে তিনি লেখেন, ‘পরিশেষে বলি সৃষ্টিকর্তা ভূমি দিয়েছেন। সৈন্যরা এটা দখল করল, বেড়া দিল এবং এটাকে বলল একটি রাজ্য! এবং রাষ্ট্র, ধর্ম ও জাতির বিশুদ্ধতা নামক এক অদ্ভূত ধারণার রক্ষার্থে তারা এখন মানুষ মারছে!’
এদিকে মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ‘ডুব’। এতে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান, কলকাতার পার্নো মিত্র, ঢাকার নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম