চলচ্চিত্র পরিবার ও শাকিব খানের মধ্যকার চলমান সমস্ত দ্বন্দ্বের পরিসমাপ্তির মাধ্যমে এফডিসিতে বইছে এখন আনন্দের হাওয়া।
এই সমঝোতার মাধ্যমে সকল নিষিদ্ধ নিষিদ্ধ খেলারও ইতি ঘটলো। মঙ্গলবার রাতে চিত্রনায়ক ফারুকের উত্তরার বাসায় চলচ্চিত্র পরিবারের নেতাদের উপস্থিতিতে এক ঘরোয়া বৈঠকে সমস্ত দ্বন্দ্বের অবসান ও সমঝোতা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুক, প্রখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়ক শাকিব খান, বাপ্পারাজ, প্রযোজক আরশাদ আদনান, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান ও সাংবাদিক এফ আই দীপু।
এই দ্বন্দ্বের অবসানের ফলে চিড় ধরা ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শক্তভাবে ঘুরে দাঁড়াবে। হুমকির মুখে দাঁড়িয়ে যাওয়া বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
সমঝোতা সভায় নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নায়ক ফারুক ও শাকিব খান কোলাকুলি করে ভবিষ্যতে একসঙ্গে সমঝোতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।
একই সঙ্গে সব ধরনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার ব্যাপারেও উভয় পক্ষ সম্মতি প্রকাশ করে।
চিত্রনায়ক ফারুক বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। শাকিব আমাদের ছেলে। ও যা করেছে না বুঝেই করেছে।
এখন আর আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা সবাই একসঙ্গে কাজ করব।
শাকিব খান বলেন, আমাদের নিজেদের মধ্যে ঝামেলা রেখে কোনো লাভ নেই। দিন শেষে আমরা একই পরিবারের সদস্য। এখন থেকে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব।
চলতি বছরের ২৩ জুন এফডিসির সমস্ত সংগঠন থেকে শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজকে অবাঞ্ছিত করে তাদের নিষিদ্ধ ঘোষণা করা করে চলচ্চিত্র পরিবার।
এরপর থেকেই শুরু হয় বিভাজন যা একটি বিকল্প সংগঠন গড়ার পর্যায়ে এসে পৌঁছায়। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ও শাকিব খানের নেতৃত্বে চলচ্চিত্র শিল্পের বিকল্প একটি প্ল্যাটফরম তৈরির গুজব ওঠে। কিন্তু সমস্ত দ্বন্দ্বের অবসানের মাধ্যমে সে সম্ভাবনায় আকস্মিক জল ঢেলে দিলেন শাকিব খান ও চলচ্চিত্র পরিবার।
বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ