১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে’,সহ অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গানের স্রষ্টা জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী মোহাম্মদ আবদুল জব্বার।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এ শিল্পীর গাওয়া বিভিন্ন গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে। তার গান জুগিয়েছে অদম্য সাহস, উজ্জীবিত করেছে বাঙালি জাতিকে। কিংবদন্তি এই কণ্ঠশিল্পী আবদুল জব্বার ১৯৭৩ সালে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, ১৯৮০ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পদক, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কারসহ ছোট বড় আরও অনেক সম্মাননা লাভ করেছেন।
খ্যাতিমান এই কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বার আজ বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
মৃত্যুর আগে এক সাক্ষাতকারে তিনি বলে গিয়েছেন গান নিয়ে তার মনের গভীরের অনেক কথা। সবসময় দেশাত্মবোধক গান কেন গেয়েছেন, এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। অনেক স্মৃতি আজও আমার চোখের সামনে ভাসে। কোটি মানুষের রক্তের বিনিময় আজ আমারে বাংলাদেশ। সে সময় আমরা যারা গান করতাম সবাই খুব কষ্ট করে গান গাইতাম। সে সময় থেকে দেশাত্মবোধক গান করি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমার গাওয়া গান দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সে অনুপ্রেরণা থেকেই অথবা দেশপ্রেমও বলতে পারেন। সে জায়গা থেকেই দেশাত্মবোধক গান করি।
সে সময়কার স্মৃতি স্মরণ করে, এই কণ্ঠযোদ্ধা বলেছিলেন, স্মৃতি তো অনেক আছে। তবে সে সময়কার সবচেয়ে বেশি যেটি মনে পড়ে, রাতের পর রাত অনেক কষ্ট করেছি। না খেয়ে থেকেছি, কিন্তু আমরাও কেউও গান বন্ধ করিনি। এক দিকে মনের শংকা কি ঘটতে পারে, অন্যদিকে গানকে জেনেছি ধ্যান-জ্ঞান। চোখ বন্ধ করলেও সে সময়কার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসে।
বর্তমান প্রজন্মের গান নিয়ে মোহাম্মদ আবদুল জব্বার বলেছিলেন, আমাদের সময় আমরা যা গাইতাম তা দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছানো যেত। এখনকার ছেলেমেয়েরা কি গান গায় তা তারা নিজেও জানে না। এক কথায় একাল আর সেকালের কোনো মিল খুঁজে পাই না। তাদের ভালো কণ্ঠ আছে, কিন্তু তারা যে ধরনের গান গায় আমাদের দেশের মানুষ তা শুনতে চায় না।
উল্লেখ্য, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন। আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস