রগরগে দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

ছবি রিলিজের পরই বিস্ফোরক মন্তব্য করে হৈ চৈ ফেলে দিলেন বাবুমশাই বন্দুকবাজ সিনেমার অভিনেত্রী বিদিতা বাগ। \”আমি সেক্স সিনের জন্য পারিশ্রমিক নিয়েছি। প্রথমে পরিচালক খুব তথাকথিত ভাবেই দৃশ্যগুলো শ্যুট করেছিলেন। সেখানে দৃশ্যের আসল \’র\’ ভাবটাই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। মনে হচ্ছিল বিষয়টা ঠিকঠাক হচ্ছে না। খুবই সাদামাটা মনে হচ্ছিল। আমি পরিচালকের মুখ দেখে বুঝতে পারছিলাম দৃশ্যগুলো কোনও ভাবেই ওকে সন্তুষ্ট করতে পারছে না। আর যেহেতু আগে একজন নায়িকা এই দৃশ্যগুলোতে আপত্তির কারণে ছবিটা করেনি, তাই পরিচালক আমাকে তেমন কিছু বলতেও পারছিল না। তখন আমিই পরিচালককে গিয়ে বলেছি, প্রয়োজন হলে দ্বিতীয়বারও টেক নাও। আমার মনে হয়েছিল, যদি আমরা একটা সেক্স সিন করি, তাহলে সেটা একেবারে আসল মনে হওয়া উচিত\”, এই কথাই ডেকান ক্রনিক্যালকে জানিয়েছেন বাঙালি অভিনেত্রী বিদিতা।

উল্লেখ্য, বাবুমশাই বন্দুকবাজ ছবির বরফানি গানে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন নওয়াজ এবং বিদিতা। ছবি মুক্তির আগে থেকেই এই দৃশ্য নিয়ে বিতর্কেও জড়িয়েছিলেন এই দুই বলি তারকা। এমনকি নওয়াজের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে আপত্তি থাকার কারণে ছবিটি করেননি বলি ডিভা চিত্রাঙ্গদা সিং, এখবরও গণমাধ্যমে শিরোনাম তৈরি করেছিল। আর সেখানেই চিত্রাঙ্গদার বদলি হিসেবে সুযোগ পান বাঙালি অভিনেত্রি বিদিতা।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি