রাম রহিমের বিরুদ্ধে মুখ খুললো বলিউড

ভারতে ধর্ষণের দায়ে অভিযুক্ত বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দোষী প্রমাণিত হওয়ার পর দুই রাজ্যজুড়ে চলা তাণ্ডবে মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জনের। একজন ধর্ষকের জন্য হওয়া এই হিংসার প্রতিবাদে মুখ খুলেছে বিভিন্ন মহল। পিছিয়ে নেই বলিউডও।

রায় ঘোষণার পর থেকেই একের পর এক টুইট করে চলেছেন বলি তারকারা। সেখানে কোথাও রয়েছে বিচারপতির প্রতি অকুণ্ঠ সমর্থন, তো কোথাও রয়েছে ডেরা সমর্থকদের হিংসার পথ ছেড়ে দেওয়ার আবেদন।

টুইঙ্কল খান্না তার টুইটে লেখেন- আমরা অনেকটা সূর্যমুখী ফুলের মতো। ঠিক যেভাবে সূর্যের দিকে মুখ করে থাকে সূর্যমুখী, আমরাও আলোর আশায় এই সমস্ত ভণ্ড বাবাদের কাছে ছুটে যাই। কিন্তু মুশকিলটা হল আমরা হেলো আর আসল আলোর তফাৎ করতে পারি না। হেলো আসলে আলোর কারসাজি, আলোর উৎস নয়।

ঋষি কাপুর তার টুইটে লেখেন- ভাঙচুর, তাণ্ডব চালিয়ে যে পরিমাণ জাতীয় ক্ষতি হয়েছে তার সবটাই উসুল করা উচিত ডেরা থেকে। ক্ষতিপূরণের জন্য ডেরার সমস্ত সম্পত্তি বেচে দেওয়া হোক। গুরমিত ভক্তদের প্রতি ধিক্কার জানাই। আপনাদের জন্য কোনো রকম শ্রদ্ধা রইল না।

ফারহান আখতার তার টুইটে লেখেন- তাণ্ডব যারা চালাচ্ছেন এবং তাণ্ডবের মূলে যারা রয়েছেন তাদের সকলকে অনুরোধ করব, আপনারা কী করছেন এবং কেন করছেন একটু ভাবুন। এক মিনিটের জন্য নিজেকে ওই সমস্ত নির্যাতিতাদের জায়গায় বসান। বোঝার চেষ্টা করুন একজন ধর্ষকের সমর্থনে আপনাদের তাণ্ডব দেখে নির্যাতিতাদের মনে কী চলছে। হিংসা বন্ধ করুন, পুলিশকে তাদের কাজ করতে দিন।

অনুপম খের তার টুইটে লেখেন- #গুরমিত রাম রহিম সিংহ তার ভক্তদের হিংসার শিক্ষা দিয়েছেন। এটা একেবারেই ঠিক নয়। সরকারের উচিত সর্বশক্তি দিয়ে এর প্রতিরোধ করা।

রবিনা টন্ডন তার টুইটে লেখেন- অনুগামীদের প্রতিক্রিয়া এবং তাণ্ডব দেখে তাদের গুরুর সম্পর্কে আন্দাজ করাই যায়।
ভূমি পেদনেকর: আশা করছি আমার চণ্ডীগড়ের সমস্ত বন্ধুরা এবং আমার পরিবার ভাল আছে। এখন খুব খারাপ সময় যাচ্ছে। সবাই সাবধানে থাকুন।

ভূমি পেডনেকার তার টুইটে লেখেন- আমি আশা করি আমার পরিবার ও বন্ধুবান্ধব সবাই চন্ডিগড়ে নিরাপদ থাকুক। বিষয়টি রাষ্ট্রের জন্য খুবই দুঃখের। সাবধানে থাকুন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top