ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে সম্পন্ন হয়েছে শুক্রবার (১২ জুলাই)। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তকমা পাওয়া এই মহা আয়োজনে হাজির ছিল গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব। বলিউড থেকে হলিউড, সব মহাতারকারা হাজির হয়েছিলেন বিয়েতে।
বিয়েতে মহা আয়োজনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে আম্বানি পরিবার। আমন্ত্রিত অতিথিদের মনোরঞ্জনে কোনোরকম কমতি রাখেননি তারা। আন্তর্জাতিক প্রতিবেদন অনুসারে, গোটা বিয়েতে প্রায় ৫ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে আম্বানি পরিবার! ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হিসেবেও ধরা হচ্ছে এই মহা আয়োজনকে।
খবরে বলা হয়েছে, আম্বানির বিয়ের খরচ প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের বিয়ের খরচকে ছাড়িয়ে গেছে যার খরচ ছিল ১৫৩ মিলিয়ন মার্কিন ডলার।
আম্বানির বিয়ের খরচ ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে যা ভারতীয় টাকায় প্রায় ২৫০০ কোটি রুপি। শুধুমাত্র প্রাক-বিবাহ অনুষ্ঠানেই ৩০০ মিলিয়ন ডলার খরচ করেছে আম্বানি পরিবার।
ভারতীয় একাধিক প্রতিবেদনের তথ্য অনুসারে, বিয়ের আয়োজনে অনন্ত-রাধিকার বিয়েতে অতিথিদের আসার জন্য ১০০ টি প্রাইভেট জেটের বন্দোবস্ত ছিল। এই বিশেষ বিমানে চড়েই দেশ-বিদেশ থেকে মুম্বাইয়ে এসেছিলেন অতিথিরা।
অনন্ত-রাধিকার বিয়ের কার্ডের দামই ছিল ৬ লাখের মতো। একটি বাক্সতে সোনা ও রুপোয় মোড়া উপহার ছিল প্রত্যেকটি নিমন্ত্রণপত্রতে। প্রত্যেকটি অতিথিকে দেওয়া হয়েছিল ১৮ পাতার ড্রেসকোড। যার মধ্যে স্পষ্ট লেখা ছিল প্রতি চার ঘণ্টায় বদলাতে হবে পোশাক।
দুই কোটির বেশি ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আসর।
প্রায় ৫০০ কারিগরের হাতেই সেজে উঠেছিল অনন্ত-রাধিকার ছাদনাতলা।
নানা দেশের প্রায় ৩৭,৫০০ পদে সেজে উঠেছিল অনন্ত-রাধিকার বিয়ের মেনু। যা রেঁধেছিলেন ৫০০ শ্যেফ। এছাড়াও ৪০ দিনের জন্য ভান্ডারার আয়োজন করা হয়েছিল যেখানে প্রতিদিন ৯ হাজার মানুষ বিনামুল্যে খাবার পেয়েছেন।
অনন্ত-রাধিকার বিয়েতে হাজির ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কুটনীতিকসহ আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ ব্যবসায়ীরা। হাজির ছিলেন হলিউড-বলিউডসহ ক্রীড়াঙ্গনের মহাতারকারাও। ১২ জুলাই বিয়ে সম্পন্ন হয়। ১৩ জুলাই হয়েছে নবদম্পতির আশীর্বাদ অনুষ্ঠান এবং ১৪ জুলাই হয়েছে গ্র্যান্ড রিসেপশন। ১৫ জুলাই আম্বানি পরিবারের কর্মচারী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মীদের জন্য রাখা হয়েছিল সর্বশেষ আয়োজন।
এর আগে দুই দফায় আয়োজন করা হয় প্রাক-বিবাহ অনুষ্ঠান যেগুলোতে পারফরম করছেন রিহানা, শাকিরা, কেটি পেরি, পিট বুল, জাস্টিন বিবারের মতো বিশ্ব পপ তারকারা।
গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছিল। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা। আর এই বিয়েও ছিল পৃথিবীজুড়ে অসংখ্য মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।