যে কারণে উচ্ছ্বসিত শাবনূর!

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। নব্বই দশক মাতিয়েছেন তিনি। এখন স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ায়। অভিনয় থেকে দীর্ঘদিন বিরতিতে ছিলেন।

তবে মাঝে ‘রঙ্গনা’ নামে একটি সিনেমা শুরু করেছেন। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী সরব আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন খবর হলো, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার জয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। আর বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুলাই) সকালে শাবনূর লিখেছেন, অভিনন্দন আর্জেন্টিনা! আমি যখন সময় পাই ফুটবল খেলা দেখি। ফুটবল আমারও প্রিয় খেলা। আর বাংলাদেশের মানুষ প্রায় সবাই ফুটবলপাগল।

তিনি আরো লিখেছেন, ‘আজ যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছেন, তাদের আনন্দ দেখে আমিও অনেক খুশি।আমার বিশ্বাস, বাংলাদেশের ফুটবল একদিন ঘুরে দাঁড়াবে!’
তার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। এর মধ্যে মোহাম্মদ রহিম শিকদার নামের একজন লিখেছেন, অভিনন্দন মেসি, অভিনন্দন আর্জেন্টিনা।

আব্দুস সামাদ লিখেছেন, আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট করায় অনেক অনেক ধন্যবাদ বাংলা চলচ্চিত্রের লিজেন্ড মহানায়িকা প্রিয় শাবনূর আপু। অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনার জন্য।

গোপাল হালদার নামের আরেক ভক্ত লিখেছেন, আর্জেন্টিনাকে অভিনন্দন।প্রিয় আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য তোমাকে অভিনন্দন এবং ধন্যবাদ নিরন্তর।
প্রসঙ্গত, এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৩ সালে বড় পর্দায় অভিষেক হয় শাবনূরের। এই চলচ্চিত্রটি ব্যাবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় সিনেমা। যেগুলোর আবেদন আজও কমেনি।