ফরাসি অভিনেত্রী আনুক এইমি মারা গেছেন। আজ ৯২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। অভিনেত্রী কন্যা মানুয়েলা পাপাতাকিস ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মায়ের ছবি দিয়ে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আনুক এইমির মৃত্যুর কথা জানাচ্ছি। আজ সকালে যখন সে প্যারিসে নিজের বাড়িতে তিনি যখন মারা যান আমি তাঁর পাশেই ছিলাম।’
‘আ ম্যান অ্যান্ড আ ওম্যান’, ‘লা দোলচে ভিতা’, ‘এইট অ্যান্ড হাফ’, ‘লোলা’ ইত্যাদি সিনেমায় অভিনয়ের জন্য তিনি পরিচিত ছিলেন।
১৯৩২ সালের ২৭ এপ্রিল প্যারিসে জন্ম আনুকের। মাত্র ১৩ বছর বয়সে একটি পথনাটক দিয়ে অভিনয় শুরু করেন আনুক।
১৯৭৪ সালে বড় পর্দায় অভিনয় শুরুর পর ১৯৬০-এর দশকে তিনি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হয়ে ওঠেন। ২০১৯ সালে ‘দ্য বেস্ট ইয়ারস অব আ লাইফ’ সিনেমায় তাঁকে শেষবারের মতো পর্দায় দেখা যায়। ফরাসি ছাড়াও স্পেন, যুক্তরাজন্য, ইতালি ও জার্মান সিনেমায় দেখা গেছে তাঁকে।
যুক্তরাষ্ট্রের কয়েকটি সিনেমাতেও অভিনয় করেন তিনি। ১৯৮০ সালে ‘আ লিপ ইন দ্য ডার্ক’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান আনুক। ২০০২ সালে পান সন্মানসূচক সেজার অ্যাওয়ার্ড।