yeash

রাবণের পোশাক তৈরি হবে সত্যিকারের সোনায়

সিনেমার চিত্রনাট্য এবং চরিত্রের প্রয়োজনে দামি কস্টিউম ব্যবহার করার ঘটনা নতুন নয়। কিন্তু ‘রামায়ণ’ সিনেমা এই কাজে ইতিহাস গড়তে চলেছে।

সিনেমার রাবণ চরিত্রটি করা দক্ষিণী অভিনেতা যশ যে পোশাক পরবেন, সেটি তৈরি করা হবে সত্যিকারের সোনা দিয়ে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, পৌরাণিক তথ্যমতে রাবণ ছিলেন লঙ্কার রাজা এবং তার রাজ্য ছিল সোনায় মোড়ানো। তাই সিনেমায় পরিচালক নীতিশ তিওয়ারি রাবণকে হাজির করবেন সোনার পোশাকে। আর সেই সোনা হবে আসল।

আগামী বছরে এ সিনেমা মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিওয়ারি। রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় রাম চরিত্রটি করছেন রাণবীর কাপুর আর সীতা হচ্ছেন সাই পল্লবী। ‘দশরথ’ চরিত্রে আসবেন হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন।

এছাড়া অন্যান্য চরিত্রের মধ্যে খলচিরত্র শূর্পনখা হয়ে আসছেন রাকুল প্রীত সিং, কৈকেয়ী চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত। হনুমানের চরিত্রে থাকবেন সানি দেওল আর কুম্ভকর্ণ হচ্ছেন সানির ভাই ববি দেওল।

৮৩৫ কোটি রুপির বাজেটে নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। তবে রামায়ণ নিয়ে দুই পর্বে কাজ করতে পারেন তিওয়ারি। সেক্ষেত্রে সিনেমা মুক্তি আরও পেছাতে পারে।

গেল বছর ৫০০ কোটি রুপির বেশি খরচ করে পরিচালক ওম রাউত পরিচালিত রাম-রাবণ-সীতার কাহিনী নিয়ে বানিয়েছিলেন ‘আদিপুরুষ’।

Scroll to Top