নায়করাজ রাজ্জাকের মৃত্যুর সংবাদ পাওয়ার পর সোমবার রাজধানীর মধুমিতা সিনেমা হল সব শো বন্ধ করে দেয়। আগামী শুক্রবার থেকে রাজ্জাকের স্মরণে \’আগুন\’ ছবিটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।
হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, শুক্রবার থেকে রাজ্জাক-শাবানা অভিনীত \’আগুন\’ ছবিটি আমরা সিনেমা হলে চালাবো। রাজ্জাক সাহেব তো একজন কিংবদন্তি অভিনেতা। তার মৃত্যুর সংবাদ শোনার পরই আমরা সিনেমা হলের শো বন্ধ রাখি। এবার তার স্মরণে শ্রদ্ধাস্বরূপ মধুমিতা মুভিজের \’আগুন\’ ছবিটি শুক্রবার থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।
মধুমিতা মুভিজের ব্যানারে \’অহংকার\’, \’আয়না\’, \’আগুন\’, \’দিন দুনিয়া\’ ছবিতে অভিনয় করেন রাজ্জাক। ‘আগুন’ পরিচালনা করেন মোহসীন। সুপারহিট ছবিটি মুক্তি পায় ১৯৭৬ সালে। এ ছবিটি টেলিভিশনে এখনো দেখানো হয়নি। সিডি আকারেও বাজারে নেই। মধুমিতায় আগামী সপ্তাহজুড়ে ছবিটি চলবে দুপুর ১২টা, বেলা ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টার শোতে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে