পোশাক না পরেই শ্যুটিং করেছেন জেরিন!

বলিউডের অন্যতম লাবণ্যময়ী নায়িকা জেরিন খান। ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘ভীর’ ছবির মধ্যে দিয়ে বলিউডে আগমন হয় তার। এ ছবির মাধ্যমেই আলোচনায় আসেন তিনি।

জেরিন এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘আকসার-২’ এর শুটিং নিয়ে। অনন্ত নারায়ণ পরিচালিত এ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে হাজির হচ্ছেন জেরিন।

সম্প্রতি এ ছবির একটি গানের দৃশ্যের শুটিং হয় গোপনে। কারণ বাথটাবে কোনো প্রকার পোশাক না পরেই শুটিং করেছেন জেরিন। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও তা থাকেনি। শুটিং ইউনিটের কারো মাধ্যমেই প্রকাশ হয়ে যায় বিষয়টি। আর এর মাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছেন জেরিন। কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমও খবরটি প্রকাশ করেছে ফলাও করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে জোর বিতর্ক।

বাংলাদেশ সময় : ১৮৫৫ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ