‘কাঁচাবাদাম’ গান গেয়ে ভাইরাল হওয়া কলকাতার ভূবন বাদ্যকরের সঙ্গে আশরাফুল আলম ওরফে হিরো আলম গত শনিবার একটি গানে কণ্ঠ দিয়ে খবরের শিরোনাম হয়েছেন। সে রেশ না কাটতেই, এবার জানা গেল ওপার বাংলার আরেক ভাইরাল শিল্পী রানু মণ্ডলের সঙ্গেও তিনি একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের নাম ‘তুমি ছাড়া আমি’।
গতকালই সন্ধ্যায় কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে গানটি রেকর্ডিং করা হয়েছে। এটি লিখেছেন, নজরুল কবির; সুর করেছেন এফ এ প্রীতম। সংগীতে ছিলেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। রেকর্ডিং করেছেন দেব ও নৃপাংশু শেখর।
রাণু মণ্ডলের সঙ্গে গাওয়া প্রসঙ্গে হিরো আলম কলকাতা থেকে বলেন, ‘রানু দিদি তো সত্যিকার অর্থে ভালো গায়িকা। তার কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশামিয়া এসেছেন, তাকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তার সঙ্গে আমি গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি কলকাতায় এসে দুটি গান করেছি, আশা করি সেগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
হিরো আলম ও রানু মণ্ডলের ‘তুমি ছাড়া আমি’ যৌথভাবে প্রযোজনা করেছে যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়াল। গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার (বাচ্ছা)।