পারিবারিকভাবেই সজল-মেহজাবিনের বিয়ে!

বিয়ের বাসরের রাত। পারিবারিকভাবেই বিয়ে সজল-মেহজাবিনের। সজল স্বপ্নে দেখেন বউ মেহজাবিনের তার উপর নিষ্ঠুর অত্যাচার করছে। কিন্তু সকালে ঘটে এক ভিন্ন ঘটনা।
.
ঘুম থেকে জেগে সজল দেখে, মিষ্টি একটি সুন্দর মুখ তার উপর ঝুঁকে আছে। বোকা শুভ্র মায়ের পছন্দ করা এই বউয়ের প্রেমে পড়ে যায় বিয়ের পর দিন সকালেই। এরেঞ্জ ম্যারেজে অবিশ্বাসী সাজিয়াও বোকা স্বামীর প্রতি একসময় গভীর মমতা অনুভব করে। সুখে ভরে ওঠে দুজনের খুনসুটি আর ভালবাসার সংসার। দুজনের ভালবাসায় সন্তান সম্ভবা হয়ে ওঠে সাজিয়া।

ডেলিভারির ঠিক আগ মুহুর্তে কর্তব্যরত ডাক্তার জানান, মা অথবা শিশু যেকোনো একজনকে বাঁচাতে পারবেন তারা। সিদ্ধান্ত যা নেবার এখন শুভ্রকে নিতে হবে। কাকে বাঁচাবে সে, স্ত্রী না সন্তান কে! এমন হৃদয়স্পর্শী গল্প নিয়ে সম্প্রতি নির্মাণ হয়েছে ‘যাতনা কাহারে বলে’ নাটকটি নির্মিত হলো।

নাটকটির রচনা ও পরিচালনা করেছেন আদর সোহাগ। জুয়েল হক অপুর প্রযোজনায় এই নাটকে সাজিয়া ও শুভ্র চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন ও সজল। জানা যায়, শিগগিরই যেকোনো একটি চ্যানেলে এটি প্রচার হবে।

বাংলাদেশ সময়ঃ ০০১০ ঘণ্টা,০৭ নভেম্বর, ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি