‘হুররাম সুলতান’ মারা গেছেন

হুররাম সুলতান মারা গেছেন। অবাক হলেন তো? এই হুররাম সুলতান আবার কে? না চেনারই কথা। কারণ, এটা শুধুমাত্রই একটা চরিত্র। তবে নিয়মিত যারা দীপ্ত টিভিতে চোখ রাখেন তাদের কাছে খুবই সুপরিচিত হুররাম সুলতান। তুরস্কের ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ এর অন্যতম একটি চরিত্র তিনি।

৬ মৌসুমে এসে গতকাল মারা গেছেন অন্যতম এই চরিত্রটি। যিনি একজন সাধারণ দাসী থেকে হয়ে ওঠেন সুলতান সুলেমানের স্ত্রী। প্রথম মৌসুম থেকেই এই চরিত্রের দাপুটে উপস্থিতি উপভোগ করেছেন দর্শক। রবিবার সন্ধ্যা ৭টা এবং রাত ১০টায় দেখানো হয় ধারাবাহিকটির ৬ মৌসুম।

‘সুলতান সুলেমান’ ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা নিশ্চয় জানেন, প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী।

ওই সময়ের নানা ধরনের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘সুলতান সুলেমান’। যেখানে দেখানো হয়েছে ক্ষমতার টানাপোড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালের ঘটনা।

বাংলাদেশ সময়:১১০৬ ঘণ্টা, ০৬  নভেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি