দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন মাহিয়া মাহি। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত প্রচার-প্রচারণায় চমকও দেখিয়েছিলেন তিনি। তবে স্বপ্ন ভেঙ্গে চুরমার ভোটযুদ্ধে নেমে। বিপুল ভোটের ব্যবধানে হেরে গেলেন এ অভিনেত্রী। সাথে হারিয়েছেন জামানতও।
ফলাফল অনুযায়ী, রাজশাহী-১ আসনে দুই উপজেলায় ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন। হারের পাশাপাশি জামানত বাজেয়াপ্ত হয়েছে মাহির। জামানত ফিরে পেতে হলে মাহিকে ২৭ হাজার ৪৭৫টি ভোট পেতে হতো। তবে মাহি পেয়েছেন ৯ হাজার ৯টি ভোট। এ আসনের আরও ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। শুধু নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী জামানত ফেরত পাবেন। এ আসনে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক চৌধুরী। তিনি টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ট্রাক প্রতীক নিয়ে খাদেই পড়ে থাকতে হলো তাকে