দু-একদিনের মধ্যেই মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘ডুব’ দেখবেন বলে জানিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমদের স্ত্রী ও অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন।
.
শাওন বলেন, ‘আমি ছবিটি এখনো দেখিনি। সময় করেই দেখে ফেলব। তবে এখন পর্যন্ত যে সব রিভিউ পাচ্ছি তাতে মনে হচ্ছে গত ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলন করে আমি যে আশঙ্কা করেছিলাম তাই সত্যি হয়েছে।’
ফেব্রুয়ারি মাসে শাওন অভিযোগ করেন, ‘ডুব’ হুমায়ুন আহমদের বায়োপিক। তার আপত্তির পরপরই সিনেমাটির অনাপত্তিপত্র বাতিল হয়। পরে সেন্সর বোর্ডের কাটছাটের নির্দেশনা মেনে মুক্তি পায়।
এদিকে, ‘ডুব’ মুক্তির পর হুমায়ুন আহমদ ভক্তরা অভিযোগ করেছেন, ছবিটিতে হুমায়ুন আহমদকে বিকৃত করা হয়েছে। তবে ফারুকীর পক্ষ থেকে দাবি করা হয়, তিনি বায়োপিক নির্মাণ করেননি।
‘ডুব’ মুক্তি পায় ২০ অক্টোবর। এতে অভিনয় করেছেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও পার্নো মিত্র। সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৯টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। দ্বিতীয় সপ্তাহে চলছে ২০টি হলে। এছাড়া দেশের দেশের বাইরের দর্শকরাও দেখতে পাচ্ছেন ‘ডুব’।