অভিনেত্রী হিমুর মৃত্যুর ঘটনায় জিয়াউদ্দিন রাফি আটক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর ‘আত্মহত্যা’ পর পলাতক তার কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে তার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন জানানো হলেও গতকাল পর্যন্ত তার নাম উরফি বলে জানা যাচ্ছিল।

আজ শুক্রবার ( ৩ নভেম্বর) সকালে জিয়াউদ্দিনকে আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিকেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রীকে। সেখান থেকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাফি নামের এক বন্ধুর সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। কয়েক দিন ধরে হুমায়রা হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও চলছিল। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়েছেন বলে অভিযোগ স্বজনদের।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা গণমাধ্যমকে বলেন, ‘নিজ কক্ষে ফ্যান লাগানোর হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অভিনেত্রী হুমায়রা হিমুকে পাওয়া যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ‘তার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ’