মা হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

সংগৃহীত ছবি

গত শনিবার বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর এবং রাজনীতিক ও সমাজকর্মী ফাহাদ আহমেদের নতুন অভিভাবক হলেন। মা হওয়ার সুখবর স্বরা ইনস্টাগ্রামে ভাগ করে নেন আজ সোমবার সন্ধ্যায়। নামকরণও করে ফেলেছেন ইতিমধ্যেই। সকলের কাছে আশীর্বাদ চেয়ে জানালেন, কন্যা সন্তানের মা হয়েছেন স্বরা।

তার স্বামী, সমাজবাদী পার্টির কর্মী ফাহাদ আহমেদ ২৩ সেপ্টেম্বর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। স্বরা ও তার স্বামী সমাজবাদী পার্টির কর্মী ফাহাদ আহমেদ নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন রাবিয়া।

সামাজিক মাধ্যমে একটি যৌথ পোস্টে স্বরা এবং ফাহাদ জানিয়েছেন, “আমাদের শিশু কন্যা রাবিয়া ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছে।

কৃতজ্ঞ এবং খুশিমনে আপনাদের ভালবাসার জন্য আপনাদের ধন্যবাদ! এটি সম্পূর্ণ নতুন পৃথিবী।” নিজেদের পোস্টে সন্তানের ছবিও শেয়ার করেছেন এই জুটি। প্রথম ছবিতে শিশু রাবিয়ার সঙ্গে বাবা-মাকে হাসপাতালে দেখা গেছে। সম্ভবত স্বরার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় তোলা হয়েছে ছবিটি।

এরপরের একটি ছবিতে হাসপাতালের দোলনায় শিশুর পাশে স্বরা এবং ফাহাদকে দেখা গেছে। অপর একটি ছবিতে হাসপাতালের বিছানায় তার নবজাতক কন্যার সাথে ঘুমিয়ে পড়ার মিষ্টি মুহূর্ত দেখা গেছে স্বরার। অন্য একটি ছবিতে দেখা গেছে ফাহাদ তার শিশুটিকে কোলে জড়িয়ে বসে আছেন। শেষের ছবিতে বাবা-মা ও নবজাতক শিশুটিকে একত্রে দেখা গেছে