ইন্টারনেট বা অন্তর্জালের বিস্তৃতি সারাবিশ্ব জুড়েই। সেই প্রেক্ষিতেই দেশের সিনেমা সারা বিশ্বে মুক্তির মাধ্যমে বাংলা সিনেমাকে বিশ্ববাজারে নতুন উচ্চতায় নেয়ার কাজ করছে দীপংকর দীপন পরিচালিত সিনেমা ‘অন্তর্জাল’।
সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিলেন পরিচালক। এরপর সিনেমা টিজার, পোস্টার ও একটি গান প্রকাশিত হয়। অপেক্ষা ছিল সেন্সর ছাড়পত্রের। কিন্তু সেই সময় সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ঈদে মুক্তির তালিকা থেকে সরে গেল ‘অন্তর্জাল’ সিনেমাটি।
অবশেষে সম্প্রতি সেন্সরে মুক্তির অনুমতি পেয়েছে ‘অন্তর্জাল’ সিনেমাটি। এবার তাই পূর্ব ঘোষিত সময়ে সিনেমাটি মুক্তিতে আর বাধা থাকলো না। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের আট তারিখ ‘অন্তর্জাল’ বাংলাদেশে মুক্তির পাশাপাশি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে।
একাধিকবার তারিখ পরিবর্তন করে অবশেষে আজ শুক্রবার সিনেমাটি উন্মুক্ত হলো। হলের তালিকা প্রকাশ করে দীপন দর্শকের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, “আমাদের সিনেমা অন্তর্জাল কাল থেকে সিনেমা হলে। আপনারা সিনেমা হলে এলে আমাদের সব কষ্ট স্বার্থক হবে। অনেক ভালবাসা আপনাদের জন্য। জয় হোক বাংলা সিনেমার।”
সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে।