ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছেন জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিব। সম্প্রতি নারীদের নিয়ে বিভিন্ন মন্তব্যর পর বিতর্কের মুখে পড়েন তিনি। এ ঘটনায় আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন এই পেসার।
যদিও পুরো ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা কয়েকটি দলে বিভক্ত হয়েছে। কেউ সাকিবের পক্ষ নিয়েছেন। কেউ আবার সাকিবের কড়া সমালোচনা করেছেন।
ভবিষ্যতে এমন পোস্ট করবেন না বলেও অঙ্গীকার করেছেন। এমন পরিস্থিতিতে তানজিমের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর সাকিবের পাশে দাঁড়ানোয় মিরাজকে ধন্যবাদ দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা জিয়াউল হক পলাশ।
সাকিবের পোস্টে নারীবিদ্বেষ না পাওয়া মিরাজের লেখা পোস্ট হুবহু কপি করে নিজের ফেসবুকের ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘ধন্যবাদ মিরাজ ভাইকে।
সাকিবের পাশে থাকার জন্য এবং সত্য কথা তুলে ধরার জন্য।’ যদিও মিরাজ সে পোস্ট মুছে ফেলেছেন, তবে পলাশের টাইমলাইনে লেখাটি এখনো শোভা পাচ্ছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে।
মিরাজ আরো লিখেছেন, ‘তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।’