ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাবিলা নূরকে নেওয়া হলো হাসপাতালে

সংগৃহীত ছবি

অভিনেত্রী সাবিলা নূর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী। তবে গত মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। তবে এখন অভিনেত্রী সাবিলা নূরের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে সাবিলা নূরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা মুশরাত। তিনি বলেন, ‘সাবিলা বাসায় ছিল। প্রথমে জ্বর ছিল। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল।

কিন্তু গত পরশু (মঙ্গলবার) তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতলে ভর্তি করাই।’ মুশরাত আরো বলেন, ‘আপাতত সাবিলার অবস্থা কিছুটা ভালো। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে। এখন আপনাদের সকলের দোয়া চাই।’

সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, নেসক্যাফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।